হ্যাঁ আছে, আপনি অনলাইনে মাইক্রো জব করে প্রতিদিন ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন তবে এর জন্য সময় নিয়ে কাজ শিখতে হবে, যদি পুরোপুরি ভাবে কাজ শিখতে পারেন তাহলেই এটা সম্ভব।
মাইক্রো জব হচ্ছে ডাটা এন্ট্রি কাজের একটা অংশ, মাইক্রো মানে মিনি আর জব মানে কাজ অর্থাৎ মাইক্রো-জব হচ্ছে ছোট কাজ যেমন ইউটিউব এ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করা। ফেসবুক পেজ এ লাইক দেওয়া। টুইটার পেজ এ কমেন্ট করা। জিমেল একাউন্ট খোলা, ফাইল ডাউনলোড করা। এ্যাপস ডাউনলোড করা, ব্লগে কমেন্ট করা, ব্লগ সাবস্ক্রাইব করা, ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করা, ওয়েবসাইট ভিসিট করা ইত্যাদি। মাইক্রো জবের একেকটা কাজ করতে সময় লাগে ১ থেকে ৫ মিনিট আর কাজ গুলোর দাম ৩ সেন্ট থেকে ৫০ সেন্ট বা ১ ডলার হয়ে থাকে। তবে আপনি দৈনিক ১ থেকে ৪ ঘন্টা কাজ করলে মাস শেষে ৩ থেকে ১০ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন খুব সহজেই।