আমিরুল হাছান
হে আদবের নাগর, তুমি নাকি বিশুদ্ধ হওয়ার নিস্ফল
চেষ্টা চালাচ্ছো।
সতীত্বের রূপ প্রমাণের কাল্পনিক রেখা টানছো?
তোমার তো অনেক নাগর
সাদা নাগর কালো নাগর শ্যামলা নাগর কতো নাগর তোমার।
প্রেম নেই আবেগ নেই ঈমানের শক্তি নেই
এলোমেলো প্রেমের ছড়াছড়ি।
অমাবশ্যাও নাগর তোমার পূর্ণিমাও নাগর তোমার
ভিটিটাই তো তোমার দখলে।
ছিটানো জালে আদবের নাগর তুমি যেও না,
ইজ্জত যাবে কলঙ্কিত হবে
তখন চিৎকার চেচামেচি করবে,
সিগারেট কিংবা ট্যাবলেট হাতে নিবে,
পুঞ্জীভুত শক্তিগুলো অযথা নষ্ট করবে।
আদবের নাগর পুনরায় আবার অপশক্তি জমাট করছো
তুমি সকল আদবহীন নাগরদের নিয়ে।
অবৈধ বাসরশয্যা করে কাহার রক্ত হরণ করবে?
কাহার বাস্তবতায় বিচ্ছেদ ঘটাবে?
বন্দ কর নাগর তোমার লীলা
চলমান ভিটিটাই তো তোমার, তোমার কি চেতন হয় না?