একজন সাব ইন্সপেক্টর বা এসআই হচ্ছেন সেকন্ড ক্লাস গেজেটেড কর্মকতা। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী একজন এসআই দশম গ্রেডে 16000 টাকা স্কেলে বেতন পেয়ে থাকেন। একজন এসআইকে পুলিশ বাহিনীর তদন্তের মেরুদণ্ড বলা যায়। একজন এসআই আইন অনুযায়ী একজন তদন্তকারী কর্মকর্তা। প্রচলিত আইন অনুযায়ী তিনি যে কোন মামলা তদন্ত করার জন্য ক্ষমতাপ্রাপ্ত। পুলিশ বাহিনীতে সরাসরি এসআই পদে নিয়োগ করা হয় আবার ডিপারটমেন্টাল প্রমোশনের মাধ্যমে পদোন্নতি পেয়ে এসআই হন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্নাতক(পাস)/স্নাতক (সন্মান) শিক্ষাগত যোগ্যতা লাগে। অপরদিকে একজন সৈনিক সেনাবাহিনীর সর্ব নিন্ম পদ। একজন সৈনিক তৃতীয় শ্রেণীর কর্মচারী। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী একজন সৈনিক 9000 টাকা গ্রেডে বেতন পেয়ে থাকেন।