না।চাইলে করা যায়, আমি এএসপি হিসেবে ক্রাইম জোনে বা পাহাড়ে থাকা অবস্থায় অস্ত্র বহন করতাম সব সময়, কিন্তু ট্রেনিং সেন্টারে পোস্টিং হবার পর করি না। পুলিশ চাইলে পারে সব সময় অস্ত্র বহন করতে তবে এটা মূলত: করা হয় প্রয়োজনের তাগিদে। বলিউডের মত বেল্টের মধ্যে রিভলবার গুঁজে চলাফেরা করা এবং লোক দেখানো খুবই ইমম্যাচিউর কাজ (পিচ্চি অবস্থায় করেছি এটা), বিশেষ করে বলিউডে যেভাবে পিস্তল গোঁজে ওতে বাই চান্স গুলি বের হলে বংশদন্ড কিংবা রতিমার্বেলদ্বয় ছিন্নভিন্ন হয়ে সারাজীবন কাঁদতে হতে পারে।প্লিজ এভাবে পিস্তল ক্যারি করবেন না