কিভাবে প্লাগিন ইনস্টল করতে হয় তার ৩ টি পদ্ধতি বলব। পদ্ধতি তিনটি হল:- ১. সার্চ, ২. আপলোড, ৩. FTP. WP plugin install in Bengali.
একজন ব্লগারের, যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তাকে থিম ইনস্টল করার পর পরই প্লাগিন ইনস্টল করা শিখতে হয়। কিভাবে প্লাগিন ইনস্টল করতে হয় তার ৩ টি পদ্ধতি বলব। পদ্ধতি তিনটি হল:- ১. সার্চ, ২. আপলোড, ৩. FTP.
কিছু কথা:
অনেক নতুন ওয়ার্ডপ্রেস ইউজার অভিযোগ করে তাদের ড্যাশবোর্ডে প্লাগিন আপশন নাই। এর একটি কারন তারা ওয়ার্ডপ্রেস ডট কম সাইট ব্যবহার করে। ওয়ার্ডপ্রেস.কম সাইটে বিসনেস প্লান না কেনা পর্যন্ত প্লাগিন আপশন দেয়া হয় না।
ওয়ার্ডপ্রেস.কম সাইটটির অনেক নিমিটেশন দেয় যেখানে ওয়ার্ডপ্রেস.ওআরজি সাইটে কোনো লিমিটেশন নেই। এবিষয় এখন আলোচনা করব না সরাসরি টিটোরিয়ালে চলে যায়।
ওয়ার্ডপ্রেস প্লাগিন ইনস্টল ধাপসমূহ:
০১. প্লাগিন সার্চ আপশনের মাধ্যমে ইনস্টল।
Table of Contents
প্লাগিন ইনস্টলের যত পদ্ধতি আছে তার মধ্যে এটি সবচেয়ে সহজ ও কার্যকারী পদ্ধতি। ওয়ার্ডপ্রেস তাদের সাইটে প্লাগিন আপলোড করে রেখেছে আপনি ড্যাসবোর্ড থেকে প্লাগিন আপশনে চলে যান এবং কাঙ্খিত প্লাগিন খুজে ইনস্টল করুন।
>> Plugins -> Add New
এবার সার্চ আপশনে গিয়ে আপনার কাঙ্খিত প্লাগিন খুজে বের করুন। সার্চ আপশন উপরের ছবিতে ৩নং দ্বারা চিহ্নিত।
আপনার সবিধার জন্য আমরা Really Simple SSL প্লাগিনটি ইনস্টল দিচ্ছি।
উপরের চিত্রের ৪নং স্থানের মতো Install Now বাটন পাবেন। ইনস্টল বাটনে ক্লিক করুন।
- >> Search
- >>Click Install Now
কিছুক্ষন আপেক্ষা করার পর দেখুন Install Now বাটন পরিবর্তন হয়ে, Actived বাটন হয়ে যাবে।

ওয়ার্ডপ্রেসে একটা কথা খেয়াল রাখবেন আপনি যতক্ষন প্লাগিন একটিভেট না করবেন ততক্ষন প্লাগিন কোনো কাজ করবে না।
আপনি এখান থেকে একটিভ না করে, নিচের চিত্রের মতো installed plugin থেকেও করতে পারেন।
আপনার প্লাগিন ইনস্টল শেষ। এবার প্লাগিনের দরকার অনুযায়ী সেটিংসে গিয়ে কনফিগার করুন।
প্রতিটি প্লাগিনের রয়েছ আলাদা করফিগারেশন। আমাদের আজকের টিটোরিয়াল প্লাগিন কনফিগারেশন নিয়ে নয়।
০২. আপলোড আপশনের মাধ্যমে প্লাগিন ইনস্টল।
অনেক প্লাগিন আছে যেগুলো প্রিমিয়াম। টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হয়। ওয়ার্ডপ্রেস ফুল প্রিমিয়াম প্লাগিন তাদের সাইটে আপলোডের অনুমতি দেয় না। তখন সেগুলো ব্যবহরের দরকার পড়লে কোম্পানীর সাইট থেকে কিনতে হয়।
কোম্পানীর সাইট থেকে কিনলে তারা আপনাকে তাদের প্লগিন প্যাকেজ আকারে দিবে। যেটি জিপ ফাইল আকারে থাকে।
এগুলো কিভাবে ইনস্টল দিবেন স্টেপ বাই স্টেপ। আবার অনেক সময় লোকাল হোস্টে কোনো প্লাগিন নিয়ে কাজ করতে চাইলে প্রথমে সাইট থেকে ডাউনলোড করে আপলোড অপশনের মাধ্যমে ইনস্টল দিতে হয়।
আপলোড অপশনের মাধ্যমে ইনস্টল করতে হলে- ড্যাসবোর্ড থেকে প্লাগিন আপশনে যেতে হবে। সেখান থেকে এড নিউ ক্লিক করুন।
>>Dashboard -> Plugins -> Add New
এবার আপলোড প্লাগিন বাটনে ক্লিক করুন। এবার ফাইল ব্রাউজ করে সঠিক ফাইল দেখিয়ে দিন (ফাইলটি অবশ্যই জিপ আকারে হবে)। আপনি ফাইলটি ড্রাগ এন্ড ড্রপ করেও দিতে পারেন। ওয়ার্ডপ্রেস এটা সাপোর্ট করে।
>> Upload Plugin -> Browse.
আপনার প্লগিন আপলোড হওয়ার পর এমন উইন্ডো আসবে। এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করুন।
এবার কিছুক্ষন অপেক্ষা করুন। প্লাগিন পুরো আপলোড হলে Active Plugin নামের বাটন আসবে। সেখান থেকে একটিভ করুন। অথবা ড্যাসবোর্ডের Installed Plugins পেজ থেকে একটিভ করুন। সেটিংসে যেয়ে কনফিগার করুন।
০৩. FTP-এর মাধ্যমে প্লাগিন ইনস্টল।
অনেক সময় ২নং স্টেপ কাজ করবে না। কারণ অনেক হোস্টিং প্রভাইডার তাদের হোস্টিং সার্ভারে আপলোডিং ফাইল সাইজ লিমিটেশন দিয়ে থাকে।
আপনার প্লাগিনের সাইজ তাদের নির্ধারিত সাইজের বেশি হলে ওয়ার্ডপ্রেস আপলোড নিবে না। এর ফলে বিভিন্ন Error দেখায়। তখন আপনার কাছে একটি উপায় আছে সেটা হল এফটিপি ব্যবহার।
এফটিপি ব্যবহার করে প্লাগিন ফোন্ডারের ভিতর প্লাগিন আপলোড করতে হয়। একটু কঠিন শোনাচ্ছে তাইতো। চিন্তা করবেন না আমি সহজভাবে ছবির মাধ্যমে দেখাচ্ছি।
বিঃদ্র: আপনার কাছে cPanel- এ ঢুকার ইউজার নেম ও পাসওয়ার্ড থাকতে হবে।
আপনি Cpanel-এ লগিন করুন। দেখবেন File Manager নামের ফোল্ডার পাবেন সেখানে ক্লিক করুন।
>> File Manager
ফাইল ম্যানেজারে ক্লিক করার পর নিচের মতো একটি পেজ আসবে সেখানে public_html নামের একটি ফোল্ডর পাবেন সেখানে ক্লিক করুন।
>> Public_html
Public_html এ ক্লিক করার পর wp-content নামের একটি ফোল্ডার পাবেন সেখানে ক্লিক করুন।
>> wp-content
wp-content এ ক্লিক করার পর Plugin নামের একটি ফোল্ডার পাবেন।
>>Plugins ক্লিক করুন।
এই plugins ফোল্ডারে ক্লিক করুন। নিচের মতো পেজ আসবে।
আপলোড (১) বাটনে ক্লিক করুন। সেখান থেকে আপনার প্লাগিন ফোল্ডারটি আপলোড করে দিন। অবশ্যই আপলোডকৃত ফাইলটি জিপ আকারে থাকতে হবে। জিম ফরমেট ছাড়া সি-প্যানেলে কোনোকিছু আপলোড করা যায় না।
>> Upload -> Back cPanel -> Extract.
আপলোড হয়ে গেলে Extract করুন। আপনার সি-প্যানেলের কাজ এই পর্যন্তই শেষ।
এবার আপনি ওয়েবসাইটের ড্যাসবোর্ডে চলে যান। সেখান থেকে প্লাগিনস এ যাবেন। তারপর ইনস্টলড প্লাগিনে দেখুন, আপনার আপলোডকৃত প্লাগিনের নাম চলে আসবে। সেখান থেকে প্লাগিনটি একটিভ ও কনফিগারেশন করুন
>> Dashboard -> Plugins -> Installed Plugin -> Actived
আপনার প্লাগিনটি আশা করি একটিভ করতে পেরেছেন। FTP এর মাধ্যমে প্লাগিন আপলোড করা একটু ট্রিকি ও জটিল।
যদি আপনি স্টেপ ফলো করে কাজটি করতে না পারেন তবে প্রফেশনাল কাউকে দিয়ে করান। নিজে প্রথমে করার চেষ্টা করুন। সিপ্যানেল একটু সেনসিটিভ জায়গা একটু সতর্কতার সাথে কাজ করুন। সম্ভব হলে আগেই সাইটের ব্যাকআপ নিয়ে নিন।