[ad_1]
একদিকে পাঠ্যপুস্তকে বিজ্ঞানের জ্ঞান অর্জনের সীমাবদ্ধতা আর অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান চর্চার জন্য পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধার অভাব। আর তাই শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান যেন এক ভয়ের নাম। তবে কি এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিজ্ঞানবিমুখ হয়ে গড়ে উঠবে একটা প্রজন্ম? সমাধান খুঁজতে শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মবিন সিকদার। তার স্বপ্নের সংগঠন ‘সায়েন্স বী’ এই জটিল সমীকরণেরই এক সহজ ও সুন্দর সমাধান।
২০১৮ সালের কথা। লক্ষ্য ছিল দেশের সব ছেলেমেয়ে যেন এক মঞ্চে দাঁড়িয়ে মাতৃভাষা বাংলায় বিজ্ঞান চর্চা করতে পারে। শুরুটা হয় অরবিটাল নামে এক মাসিক ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে। তিন বছরে নানা প্রতিকূলতা পেরিয়ে আজ সায়েন্স বী খুঁজে পেয়েছে তার আপন গতি। সায়েন্স বী’র সমস্ত কার্যক্রমের প্রাণকেন্দ্র তাদের ওয়েবসাইট যা বিজ্ঞান চর্চার এক মুক্তমঞ্চ। সেখানে রয়েছে ‘ডেইলি সায়েন্স’ বিভাগ, যাকে দেশের প্রথম বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক সংবাদমাধ্যম বলা চলে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সমসাময়িক সব খবর ও আপডেট জানা যায় এখানে। রয়েছে বিজ্ঞানের নানা বিষয়ে অসংখ্য লেখা নিয়ে ব্লগ বিভাগ। শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় Science Bee প্রশ্নোত্তর বিভাগটি ওয়েবসাইটের বিশেষ আকর্ষণ।
বিস্তারিত পড়ুন ইত্তেফাক পত্রিকা থেকে- https://testing.ittefaq.com.bd/print-edition/features/generation/sciencebee
The post সায়েন্স বী এক বিজ্ঞান-পোকা প্রজন্মের কারিগর appeared first on Science Bee.
[ad_2]
Source link