আমাদের শরীরের একটি গুরত্বপূর্ণ অংশ হচ্ছে চুল । ছেলে বা মেয়ে সকলের ক্ষেত্রেই চুল শুধু সৌন্দর্য্য বাড়ায় তা নয় চুল আমাদের ব্যক্তিত্ব ও কনফিডেন্স ও বাড়ায়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে ত্রিশ বছর বয়সের পর থেকেই ছেলেদের মাথার চুল পড়ে গিয়ে টাক পড়তে শুরু করেছে।
যদি মাথায় টাক পড়তে শুরু করে, তখন হারানো চুল ফেরাতে ইচ্ছা কার না করে? কিন্তু যে চুল পড়ে গিয়েছে, তা কি ফেরানো যায়?
আজকে আলোচনা করবো কয়েকটি প্রাচীন ঘরোয়া টোটকা নিয়ে, যার মাধ্যমে সহজেই টাকে আবার চুল ফিরিয়ে আনা সম্ভব। এই কাজগুলি করতে পারলে আপনি অবশ্যই হারানো চুল ফিরে পাবেন। তাহলে জেনে নিন আপনার হারানো চুল ফিরে পেতে আপনাকে কি কি করতে হবে।
১) মাথার তালুতে নিয়মিত মাসাজ করতে হবে। তাতে চুলের গোড়া তরতাজা হয় ও মাথায় রক্ত সঞ্চলন বাড়ে যা চুলের জন্য খুবই উপকারী। এটা রোজ একবার বা দুইবার করতে হবে।
২) বাড়িতে একটি অ্যালো ভেরা গাছ লাগিয়ে নিন। তার জেল রোজ বার করে মাথার তালুতে লাগান। এক ঘণ্টা রেখে মাথা ধুয়ে ফেলুন। এলোভেরা জেল বাজার থেকেই কিনে নিতে পারেন।
৩) মাছের তেলও চুলের জন্য জরুরি। এই তেলে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। তার প্রভাবে তাড়াতাড়ি চুল গজায়। মাছের তেল নিয়মিত খাদ্য তালিকায় থাকলে উপকার পাবেন।
৪) টাকে চুল ফিরিয়ে আনতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁয়াজের রস। সারা রাত মাথায় মেখে রেখে সকালে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে দুইদিন করবেন।
৫) নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। তার পর তা ভাল ভাবে মাথায় মেখে নিন। এটা রোজ করলে কয়েক দিনেই নতুন চুল দেখা দেবে।
Information credit: https://www-anandabazar-com
Video credit: pixabay.com
এই ভিডিওতে আছে টাক , টাকের চিকিৎসা , মাথায় টাক , দাঁড়িতে টাক , টাক চিকিৎসা , টাক সমাধান , টাকের সমাধান , Tak treatment , Alopecia Areata , Alopecia treatment , মাথায় টাক পড়ার কারণ , মাথায় টাক পড়ে কেন , মাথায় টাক হলে কি করনীয় , মাথায় টাক পোকার সমাধান , মাথায় টাক কেন হয় , টাক সমস্যার সমাধান , টাক সমস্যা , চুল গজানোর তেল , চুল গজানোর উপায় , চুল গজানোর শ্যাম্পু , চুল গজানোর খাবার , টাক রোগের সমাধান , চুল পড়া , চুল পড়া কমানোর উপায় , চুল পড়া বন্ধ করার উপায় , চুল পড়া রোধের উপায় , চুল পড়ার ঔষধ , চুল পড়ার ডাক্তার , চুল পড়ার কারণ , চুল পড়ার চিকিৎসা , চুল পড়া রোগ , hair improvement food , hair fall causes vitamin deficiency ইত্যাদি বিষয়।