ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে: ইমরান খান

প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ আল-আকসায় ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে মানবতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
আজ রোববার প্রধানমন্ত্রী ইমরান খান ফিলিস্তিনি মুসলিম ভাইদের আইনগত অধিকার রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি জং জানায়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে খৃষ্টধর্মের পোপ ফ্রান্সিস অধিকৃত জেরুসালেমে সহিংসতা বন্ধ করারও আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেছিলেন, জেরুসালেম হিংস্রতার জায়গা নয়, উপাসনার জায়গা। সে জায়গার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। এ শহরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*