জেরুসালেমে সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস

খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস জেরুসালেমে সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, জেরুসালেম হিংস্রতার জায়গা নয়, উপাসনার জায়গা। সে জায়গার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। এ শহরের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।

গতরাতে ইস্রায়েলি সেনাবাহিনী অধিকৃত জেরুসালেমের ইবাদতকারীদের উপর অস্টিন গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।

আল-আকসা মসজিদের মাঠে ভয়াবহ সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।এছাড়া শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী ৩০০ ফিলিস্তিনিকে আহত করেছে বলে জানা যায়।

এ বিষয়ে আরব লীগের জরুরি সভা আগামীকাল কায়রোয় অনুষ্ঠিত হবে, তিউনিসিয়াও জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের জরুরি সভা আহ্বানের দাবি জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*