ডক্টর জাকির নায়েকের কথাগুলো হৃদয়ে লাগে।

অতীতে আমরা ফিলিস্তিন ইস্যুতে সব মুসলিম দেশ এক ছিলাম। কিন্তু বর্তমানে এমনও মুসলিম দেশ আছে যারা বলে যে ইসরাঈল যে ফিলিস্তিন দখল করতে চাই সেটাতে কোন প্রোবলেম নাই। আর এটার কারন হলো বর্তমানে আমরা আল্লাহকে ভয় করার পরিবর্তে মানুষকে ভয় করি।


বর্তমানে আমরা মুসলিমরা অনেক ধনী। আমাদের ব্ল্যাক গোল্ড, তেল, পেট্রোল সবকিছু আছে। বাট এসব আমরা অযথা কাজে ব্যয় করতেছি। আর যেহেতু আমরা ধনী, আমরা আল্লাহকে ভুলে গেছি। যেসব দেশের কাছে ধনসম্পদ আছে যা তারা আল্লাহর পথে ইসলামের জন্য ব্যয় করার কথা, সেটা তারা ভুল পথে ব্যয় করতেছে। আমার উদাহরন দেওয়ার দরকার নেই কারন পুরো পৃথিবী এই সম্পর্কে জানে।
হাঁ, আল্লাহ সবাইকে সবার ক্যাপাসিটির আলোকে বিচার করবে। যদি সবার ক্যাপাসিটি হয় দোয়া করা তবে আমাদের সবার দোয়া করা উচিত।

কিন্তু, কারো যদি কথা বলার পাওয়ার থাকে কিন্তু সে অত্যাচারের বিরুদ্ধে কথা না বলে তবে আল্লাহ তার কথা বলার পাওয়া ছিনিয়ে নিবেন। যদি কারো যুদ্ধ করার পাওয়ার থাকে কিন্তু যুদ্ধ না করে তবে আল্লাহ এই পাওয়ার কেড়ে নিবে। #এইদ্বীনকে বাঁচিয়ে রাখার জন্যআল্লাহ যথেষ্ট। আল্লাহ এই দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সাহায্য প্রয়োজন মনে করেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,
তিনিই তাঁর রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। যাতে তিনি এটাকে সকল দ্বীনের উপর বিজয়ী করতে পারেন। আর স্বাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।
(সূরা ফাতাহ, আয়াত ২৮)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*