ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে বিশ্বব্যাপী বিক্ষোভ

গাজায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও হত্যার প্রতিবাদে নিউইয়র্ক, লন্ডন, করাচিসহ পৃথিবীর বড় বড় শহরগুলোতে বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীরা আল-আকসায় ইসরায়েলের চালানো হামলা ও জোরপূর্বক বসতি দখলের তীব্র নিন্দা জানান।

বিক্ষোভকারীদের হাতে “Free Palestine”, “Israel is a terrorist state”, and “Occupation No More”. সম্বলিত বিভিন্ন ব্যানার দেখা গেছে।

গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী বিমান হামলা চালায়। সেই হামলা বুধবারও  অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদাররা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে ১৪টি শিশু ও তিনজন নারী রয়েছেন। গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি।

গাজা উপত্যকায় দখলদার বাহিনীর এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে পৃথিবীর বড় বড় শহরগুলোতে বিক্ষোভের কিছু চিত্র তুলে ধরা হল।Demonstrators march on Times Square in New York City to express their solidarity with Palestinians. [Eduardo Munoz/Reuters]

ফিলিস্তিনিদের সাথে একাত্মতা পোষণ করে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে বিক্ষোভ। ছবি: রয়টার্সProtesters rallied outside the Israel Trade offices in Sandton, South Africa. [Siphiwe Sibeko/Reuters]

দক্ষিণ আফ্রিকায় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ।In Karachi, protesters took to the streets to denounce Israel's deadly air raids on Gaza. [Rizwan Tabassum/AFP]

পাকিস্তানের করাচীতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ।

People in London also expressed their solidarity with Palestinians. [Toby Melville/Reuters]

লন্ডনে ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে বিক্ষোভ।Protesters in Rabat carried Palestinian flags as they marched in Morocco's capital. [Mosa'ab Elshamy/AP Photo]

মরক্কোর রাজধানী রাবাতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে প্রতিবাদ।Pro-Palestinian supporters in New York marched near the Israeli consulate. [Eduardo Munoz/ Reuters]

নিউইয়র্কে ইসরায়েলি কনস্যুলেটের সামনে বিক্ষোভ মিছিল।Demonstrators in Ankara carried Turkish and Palestinian flags. [Cagla Gurdogan/Reuters]

তুরস্কের রাজধানী আঙ্কারায় তুর্কি ও ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে বিক্ষোভ।People in Sudan's capital, Khartoum, rallied against Israel's actions in Gaza and the occupied West Bank. [Mahmoud Hjaj/Anadolu/Getty Images]

সুদানের রাজধানী খার্তুমে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে ইস্রায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ।Palestinian refugees at Mar Elias camp in Beirut, Lebanon also staged a protest. [Hussam Shbaro/Anadolu/Getty Images]

লেবাননের রাজধানী বৈরুতে মার ইলিয়াস শিবিরে ফিলিস্তিনি শরণার্থীদের বিক্ষোভ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*