আরেকটি গুরুত্বপূর্ণ জেলা তালেবানের নিয়ন্ত্রণে

আফগানিস্তানের গুরুত্বপূর্ণ একটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি শুরুর আগের দিন রাজধানী কাবুলের কাছে শহরটির নিয়ন্ত্রণ নেয় তালেবান।

ওয়ারদার প্রদেশের নের্খ জেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান যোদ্ধারা। মঙ্গলবার এক বিবৃতিতে নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছেন তারা।

এ নিয়ে এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি জেলা তালেবানদের নিয়ন্ত্রণে এলো বলে বিবিসি জানিয়েছে।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, ময়দান ওয়ারদাক প্রদেশের নের্খের জেলাকেন্দ্র, পুলিশ সদরদপ্তর, গোয়েন্দা বিভাগ ও একটি বড় সেনাঘাঁটির পুরোটাই নিয়ন্ত্রণে এসেছে। হামলায় ‘বহু শত্রু সেনা’ হতাহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

ওয়ারদাক প্রদেশের গভর্নর আবদুল রহমান তারিকও জেলাটি হাতছাড়া হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এর আগে গত ৫ মে তালেবানরা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের গুরুত্বপূর্ণ বোরকা জেলাও নিয়ন্ত্রণ নেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*