ঈদের জামাতে অবশ্যই যা মানতে হবে

করোনাকালে দ্বিতীয়বারের মতো আগামীকাল শুক্রবার বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল ফিতর। ফলে ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে গেলোবারের মতো এবারও ঈদ জামাতে মেনে চলতে হবে বেশ কিছু নির্দেশনা।

ধর্ম মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা অনুযায়ী, ঈদের জামাত মসজিদে আদায় করার কথা বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ে পাশাপাশি কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত থাকতে হবে।

এতে আরো রয়েছে- বাসা থেকে ওজু করে আসা, মাস্ক পরে মসজিদে প্রবেশ, কাতারে দূরত্ব বজায় রাখা, মসজিদে কার্পেট বিছানো যাবে না, মসজিদের জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না এবং জায়নামাজ নিয়ে আসতে হবে।

এছাড়াও রয়েছে জীবাণুনাশক দিয়ে মসজিদ পরিষ্কার করা, প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখা, ওজুখানায় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখা এবং ওজুর সময় ২০ সেকেন্ড হাত ধোয়া।

এ ছাড়া শিশু, বৃদ্ধ, অসুস্থ এবং অসুস্থদের সেবা করা ব্যক্তিদের ঈদ জামাতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। মসজিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব নির্দেশনা মানার বিষয়টি তদারকি করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।

আগামীকাল সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে মোট ৫টি জামাত হবে, যার বাকি চারটি অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।

গতকাল বুধবার দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। সে অনুযায়ী, আগামীকাল শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদ-উল ফিতর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*