ধ্বংসস্তূপের মাঝেও আল-আকসায় ফিলিস্তিনিদের ঈদ জামাত-উদযাপনের কিছু স্থিরচিত্র

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ (১৩ মে) বৃহস্পতিবার উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিনেও ফিলিস্তিনে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের এই অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১৭ শিশু, অন্তঃসত্ত্বা নারীসহ ৬৯ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া অব্যাহত এই হত্যাযজ্ঞে এখন পর্যন্ত ৩৯০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

তবে ধ্বংসস্তূপের মাঝেও ঈদের আনন্দের কিছুটা ছোয়া পেতে ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল নামে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ও ফিলিস্তিন ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ময়দানুল কুদস থেকে ইসরায়েলের হত্যাযজ্ঞ ও ধ্বংসস্তূপের মাঝেও আল-আকসায প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ঠোটের কোণে ফুটে ওঠা এক চিলতে হাসির কিছু দৃশ্য তুলে ধরা হলো।Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound

ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল। ছবি: মোস্তফা আল কারুফ – আনাদোলু এজেন্সি।Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound

ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল। ছবি: মোস্তফা আল কারুফ – আনাদোলু এজেন্সি।Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound

আল আকসা প্রাঙ্গণে নিজের দুই রাজকন্যার সাথে ঈদের আনন্দ উপভোগ করছেন এক মা। ছবি: আনাদোলু এজেন্সি।May be an image of ‎child, standing, outdoors, monument and ‎text that says '‎ميدان القدس‎'‎‎

ঈদুল ফিতরের দিনে পরিবারের সাথে মসজিদুল আকসায় আসা দুই ফিলিস্তিনি শিশু।

ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনি শিশুদের মুখে ফুলের হাসি।May be an image of 2 people, people standing, outdoors and monument

আল- আকসা প্রাঙ্গণে বাহারি সাজে ফিলিস্তিনিরা।

ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল। ছবি: মোস্তফা আল কারুফ – আনাদোলু এজেন্সি।May be an image of ‎14 people, people standing, outdoors and ‎text that says '‎ميدان القدس‎'‎‎

আল- আকসা প্রাঙ্গণে বাহারি সাজে ফিলিস্তিনিরা।May be an image of 7 people, people standing, outdoors and monument

আল- আকসা প্রাঙ্গণে বাহারি সাজে ফিলিস্তিনিরা।May be an image of 10 people, people standing, monument and outdoors

আল- আকসা প্রাঙ্গণে বাহারি সাজে ফিলিস্তিনিরা।May be an image of ‎5 people, people standing, monument, outdoors and ‎text that says '‎ميدان القدس س‎'‎‎

আল- আকসা প্রাঙ্গণে বাহারি সাজে ফিলিস্তিনিরা।May be an image of balloon and outdoors

ঈদুল ফিতরের সাজে মসজিদুল আকসার প্রবেশ পথ বাবুর রিহলা।May be an image of 2 people, people standing, balloon and outdoors

মসজিদুল আকসার প্রবেশ পথ বাবুর রিহলা।Eid al-Fitr prayer at Masjid al-Aqsa Compound

ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে ঈদের জামাত আদায় করতে আল-আকসা প্রাঙ্গণে হাজারো ফিলিস্তিনির ঢল। ছবি: মোস্তফা আল কারুফ – আনাদোলু এজেন্সি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*