অনুমতি ছাড়া মসজিদে হারামে গেলেই হাজার রিয়াল জরিমানা

করোনা মহামারির মধ্যে সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে কেউ অনুমতি ছাড়া প্রবেশ করলে তাকে এক হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে।

ঈদ উপলক্ষে সামাজিক অনুষ্ঠানে জমায়েতসহ করোনা মহামারিতে স্বাস্থ্যবিধান লঙ্ঘন করলে জরিমানার হালনাগাদ তালিকা করেছে সৌদি আরব।

গত মঙ্গলবার (১১ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

ভাইরাস ছড়িয়ে পড়তে পারে—এমন সব জমায়েতের ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে দেওয়া হয়েছে। তবে কেউ সেই সীমালঙ্ঘন করলে তাকে জরিমানা দিতে হবে।

আবাসিক এলাকায় ঘরের ভেতরে বা ফার্মের বাইরে কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া সংখ্যার বেশি লোক কোথাও জড়ো হলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে। আর ১৫ হাজার রিয়াল দিতে হবে ঘরের ভেতরে, ফার্মে, ক্যাম্পে, অবকাশ কেন্দ্রের কুটিরে বা পাড়ার কোনো উন্মুক্ত স্থানে নির্দিষ্ট সংখ্যার বেশি লোক জমায়েত হলে।

দাফন, পার্টির মতো কোনো অনুষ্ঠানে বেশি লোক জড়ো হলে ৪০ হাজার রিয়াল জরিমানা নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার। আবাসিক বসতির বাইরে কোনো বাড়িতে, নির্মাণাধীন ভবনে কিংবা অন্যান্য বাড়িতে একসঙ্গে পাঁচ জন কিংবা তার বেশি শ্রমিক জড়ো হলে তাদের ক্ষেত্রে ৫০ হাজার রিয়াল জরিমানা ধরা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে পূর্বসতর্কতামূলক পদক্ষেপ লঙ্ঘন করলে প্রাইভেট খাতের প্রতিষ্ঠান ও স্থাপনাকেও জরিমানা দিতে হবে।

লোকজনকে আমন্ত্রণ জানানো, জমায়েতের সুযোগ দেওয়া, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে লোকজনের স্বাস্থ্যপরীক্ষায় ব্যর্থ হওয়া, করোনা আক্রান্ত রোগীদের প্রবেশে অনুমোদন দেওয়া—এ রকম আরও অনেক কারণে জরিমানার বিধান রেখেছে সৌদি আরব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*