আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ইসরায়েলের এক ঘণ্টার আল্টিমেটাম

ফিলিস্তিনের গাজার ভবনগুলো থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকর্মীদের সরে যেতে এক ঘণ্টা সময় দিয়েছে ইসরায়েল।

শনিবার (১৫ মে) দুপুরে দোহাভিত্তিক আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে এই সময়সীমা বেধে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মিডল ইস্ট আইয়ের খবরে এমন তথ্য মিলেছে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৩৯জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯টি শিশু রয়েছে।

ছয় দিন আগে শুরু হওয়া সংঘাত শনিবারও (১৫ মে) চলছে। গাজায় শরণার্থী শিবির থেকে শুরু করে আবাসিক ভবনগুলোতে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়তে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*