৮৭ বছর পর আয়া সোফিয়াতে ঈদের নামাজ

ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে ৮৭ বছর পর ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্য অনুসারে শান্তির প্রতীক তলোয়ার হাতে নিয়ে মিম্বারে খুতবা পাঠ করেন তুরস্কের ধর্মীয় বিষয়ক অধিদপ্তর দিয়ানাতের প্রধান অধ্যাপক ডা. আলী এরবাস।

আয়া সোফিয়া ১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয় থেকে ১৯৩৪ সাল জাদুঘরে রূপান্তরিত হওয়ার আগে প্রায় ৪৮১ বছর আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহৃত করে আসছিলেন মুসল্লিরা। ৮৬ বছর পর আয়া সোফিয়া মসজিদ হিসেবে ব্যবহারের রায় দেয় দেশটির আদালত। পরে ৮৭ বছর পর প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়া হলো আয়া সোফিয়ায়।

করোনা মহামারির কারণে সীমিত সংখ্যক লোক আয়া সোফিয়া মসজিদের ভেতরে নামাজের সুযোগ হয়েছে। যারা ভেতরে নামাজ পড়ার সুযোগ পাননি তারা মসজিদের আঙিনা ও স্কোয়ারে অবস্থান নেন।

অধ্যাপক ডা. আলী এরবাস খুৎবায় বলেন, ঈদের উৎসব সমূহ একই বিশ্বাসে বিশ্বজুড়েই ইসলামী ভ্রাতৃত্ববোধ গভীরভাবে অনুভূত হয়, যা আমাদের রবের ঘোষণা। একই সভ্যতার সদস্যদের পারস্পরিক আনন্দ এবং উৎসাহের দিন ঈদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*