কবে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

শিক্ষার্থীদের টিকা দেয়ার পর যত দ্রু;ত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ম;ন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১৭ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রি;ফিংয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি ভা;র্চুয়ালি হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ম;ন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘স্কুল-কলেজ খোলা নিয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই বক্তব্য আগে ক;ম্প্লাই করতে হবে। ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হো;স্টেল আছে সেগুলো অলরেডি ৪০টির মতো রিপিয়ার হয়ে গেছে। এদিকে ভ্যা;কসিন আসতেছে। ইউ;নিভার্সিটির ছেলেদের যদি ভ্যা;কসিনে;টেড করে ফেলতে পারি, তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারব।

চলমান বি;ধিনি;ষেধে (লকডাউন) গণপরিবহন চলাচলের বিষয়ে তিনি বলেন, ‘দূরপাল্লার বাস, ল;ঞ্চ, ট্রেন আরও কিছু দিন বন্ধ রাখার সুপারিশ করেছেন স্বা;স্থ্যমন্ত্রী। দেখা যাক, ৫-৬ দিন যাক তারপর কী অবস্থা হয়। ইন্ডিয়ার অ;বস্থাটা দেখতে হবে। আমাদের এখন মেইন ক;নসার্ন হলো ইন্ডিয়ার অ;বস্থা। আমাদের এখন একটা সুবিধা হয়ে গেছে যে ওয়েস্ট বেঙ্গল বা ই;স্টার্নে তারা লক;ডাউন দিয়ে দিয়েছে। তাতে আমাদের একটা ন্যাচারাল প্রটেকশন তৈরি হয়েছে। এখন ব;র্ডার ক;ন্ট্রোল করতে পারছি। আগামী সাতদিন যাক, সাতদিন পর একটা সিনারিও আসবে তখন দেখা যাবে।’

মানুষকে আরও বেশি স;তর্ক হতে হবে বলে জানান সচিব। তিনি বলেন, ‘আজও প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরতে বলেছেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*