নতুন করে ইসরায়েলে হামাসের রকেট হামলা, নিহত ২

ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে হামাসের রকেট হামলায় দুই থাই (থাইল্যান্ডের নাগরিক) শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ইসরায়েলি পুলিশ এ তথ্য জানিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, হামাসের ছোড়া রকেট ইসরায়েলের দক্ষিণ সীমান্তে আঘাত হানে। এ সময় সেখানে কর্মরত দুই বিদেশি শ্রমিক নিহত হন। এ ছাড়া হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে সরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

জেরুজালেমে মুসলিমদের আল আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত চলছে।

সংঘাতের নবম দিনে ইসরায়েলি হামলায় ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ১০ ইসরায়েলি নিহত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*