হঠাৎ সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা, মারাত্মক ঝুঁকিতে তুরস্ক!

চলতি গ্রীষ্মকালে আমেরিকা এবং গ্রিস দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন করতে পারে। এর ফলে ভূমধ্যসাগর এলাকায় আমেরিকা সামরিক অভিযান বি’স্তৃ’ত করতে পারবে। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস পানাজিওতোপোলোস এ কথা জানিয়েছেন।

তুরস্কের সঙ্গে গ্রিসের সামরিক উত্তে’জনা যখন টা’নটান অবস্থায় তখন আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে। আমেরিকার সঙ্গে ন্যা’টো সদস্য তুরস্কের বর্তমান সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয়। আবার ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের টা’নাপড়েন দেখা দিয়েছে।

আমেরিকার সঙ্গে গ্রি’সের সামরিক সম্পর্ককে যেকোনো সময়ের ‘সেরা সম্পর্ক’ উল্লেখ করে নিকোস পানাজিওতোপোলোস বলেন, আগামী দুই মাসের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার কথা চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে।

তারপরের দুই মাসে জাতীয় সংসদে তা অনুমোদন করা হবে। গতকাল (শনিবার) মার্কিন স্টার অ্যান্ড স্ট্রাইপ পত্রিকা এ খবর দিয়েছে। গ্রিসের সঙ্গে আমেরিকার সাম’রিক সম্পর্ক যদি এভাবে সামনে এগিয়ে যায় তাহলে তুরস্কের বদলে গ্রিস হয়ে উঠতে পারে এ এলাকার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র।

সে ক্ষেত্রে মার্কিন সা’মরি’ক বাহিনী তুরস্কের ই’নজা’রলিক সামরিক ঘাঁটি ব্যবহার বাদ দিয়ে গ্রিসের ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। তবে আমেরিকা এখন পর্যন্ত তুরস্ক থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*