নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে এক প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
শনিবার সকালে স্থানীয় ডাকবাংলো মাঠের মূল গেটের ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন,নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৫০টি খামারীর পশু পাখি পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় তিনি করোনা কালিন সময়ে সামাজিক নিরাপত্তার মাধ্যমে নিরাপদ থাকার জন্য বিভিন্ন পরামর্শ দেন।
পরিদর্শন করে আলোচনা সভায় যোগ দেন আহসান আদেলুর রহমান। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ আহসান আদেলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,এলইও ডাঃ মফিজুর রহমান , উপজেলা সুপারভাইজার গোলাম সারওয়ার, ইউনিয়ন মাঠকর্মী দয়াল মিয়া প্রমূখ।
Leave a Reply