বিশ্ব পরিবেশ দিবসে মেঘনায় গাছ রোপণ করলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন।

আজ ‘বিশ্ব পরিবেশ দিবস‘
প্রকৃতিকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করে মানুষ বৈরি পরিবেশ তৈরি করেছে।
সৃষ্টিকর্তার নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে পৃথিবী, বাসযোগ্য পরিবেশ তৈরি না করে দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছি আমরা। অবাধে গাছ নিধন, অপরিকল্পিত গাছ কেটে ইট পাথরের স্থাপনা তৈরিতে ব্যস্ত আমরা। যা বাসযোগ্য পরিবেশ তৈরিতে বিরাট অন্তরায়।
আমাদের বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগবে সেটা গাছ আমাদের বেঁচে থাকায় ত্যাগ করেন।
সকলের উচিত পতিত জায়গা না রেখে বেশি করে গাছ লাগানো, পরিবেশ তৈরিতে বিশেষ অবদান রাখে গাছ।

তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান, জনাবা দিলারা শিরিন তিনি ‘বিশ্ব পরিবেশ দিবস‘ উপলক্ষে গাছ রোপণ করে নিচের স্ট্যাটাস’টি লিখেন। তার স্ট্যাটাস’টি হুবহু নিম্নে তুলে ধরা হলোঃ-

পরিবেশ সতেজ রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের!

দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমরাই প্রতিনিয়ত এই পরিবেশকে দূষিত করছি। অথচ আমরা চাইলেই পরিবেশ দূষন বন্ধ করতে পারি।
এমন একদিন আসবে যখন সুন্দর পরিবেশ ফিরে পেতে আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

তাই আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা এই শপথ নিই, নিজে পরিবেশ দূষন থেকে বিরত থাকব এবং অন্যকে এই বিষয়ে সচেতন করব।

🌿গাছ লাগান, পরিবেশ বাঁচান🌿

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*