সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।  শনিবার (০৫ জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ থানা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, সহকারী কমান্ডার ওসমান গনি, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুজিবুর রহমান,

আরিফ মাসুদ বাবু, এডভোকেট ফজলে রাব্বি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দীপ, আহসান হাবীব টিপু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন প্রমুখ।  এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহমফিল অনুষ্ঠিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*