বগুড়ায় বাস -ট্রাক মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৩৫)নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।মঙ্গলবার ভোরে বগুড়া -রংপুর মহাসড়কে শহরতলীর বারোপুর এলাকায় সুবিল খালের ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকার মৃত সবুজ হোসেনের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রশিদ।তিনি জানান,টমেটো বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯-৩৪৪০)ঢাকার দিকে যাচ্ছিল।অপরদিকে নাবিল পরিবহন(ঢাকা মেট্রো ব-১৪-৭২৭৯)রংপুরের দিকে যাচ্ছিল।ভোরের দিকে শহরতলী এলাকায় ওই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাক চালক মারা যান।তিনি আরও জানান,নিগত ট্রাক চালকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।দূর্ঘটনার পরপরই ট্রাকের হেল্পার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি।
Leave a Reply