মোটরসাইকেল চাপায় নি’হত হয় মা বিড়াল। তার ছোট্ট ছানাটি তবু মাকে ছাড়তে রাজি হয়নি। মায়ের কঙ্কাল জাড়িয়ে পার করে দিয়েছে তিন মাস!
বিস্ময়কর ঘটনাটি ঘটেছে ভা’রতের পশ্চিববঙ্গ রাজ্যের কলকাতার শ্যামবাজারে।ফেসবুকে বুধবার এ ঘটনা তুলে ধরেন রাজীব সরকার অ’ভিমন্যু। তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় থাকেন।

তিনি জানান, এটি কলকাতার শ্যামবাজারের রাধামাধব গোস্বামি লেনের ঘটনা।সম্প্রতি ফেসবুকে ভাই’রাল হয়েছে বিড়ালছানার এই ছবি।যেখানে দেখা গেছে মাটিতে মিশে আছে মায়ের কঙ্কাল আর তাকে আঁকড়ে পরে আছে ছোট বিড়ালটি।
অ’ভিমন্যু ফেসবুকে আরো জানান, বিড়ালটিকে এলাকায় কিটি নামে ডা’কা হয়। স্থানীয়দের তথ্যমতে প্রায় তিন মাস মাকে সে হারিয়েছে। তবে ভুলতে পারেনি মাকে।স্থানীয়রা তার মায়ের ম’রদেহ ডাস্টবিনে ফেলে এলেও, তা মুখে করে নিয়ে নিজের কাছে রেখে দেয় সে।
আশপাশের প্রতিবেশীদের ভাত-মাছ-দুধ খেয়ে আপাতত চলছে তার দিন।তবে মাকে ভুলতে পারেনি কিটি। রাতে প্রায় তার গোঙানি শুনতে পান স্থানীয়রা।
Leave a Reply