আবু ত্ব-হার সন্ধান চেয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন

ইসলামী বক্তা আবু ত্ব-হা ও তাঁর দুই সঙ্গীসহ নিখোঁজ চারজনের সন্ধান চেয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফেজ মাওলানা শেখ মহিউদ্দিন মাহদী বিল্লাহ।

‘সচেতন আলেমদের পক্ষ’ থেকে ডাকা এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ‘আজ এক সপ্তাহ ধরে তরুণ ইসলামি বক্তা ত্ব-হা মো. আদনান নিখোঁজ রয়েছেন। নিজ বাড়ি রংপুর থেকে ঢাকা রওনা দেওয়ার পর আর ফেরেননি তিনি। ত্ব-হা মো. আদনান একা ছিলেন না, সঙ্গে তাঁর গাড়িচালক ও দুজন সফরসঙ্গী ছিলেন। চারজন জলজ্যান্ত মানুষ এভাবে নিখোঁজ হলেন, এ দায় কোনোভাবেই রাষ্ট্র এড়াতে পারে না। আমরা অনতিবিলম্বে ত্ব-হা মো. আদনানসহ নিখোঁজদের সন্ধান চাই।’

সচেতন আলেম সমাজের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইমলার হোসাইন, হাফেজ মাসুম বিল্লাহ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*