বেশি ভাবলে যা হয়

বেশি ভাবলে যা হয়
প্রতিকৃতি: মাসুক হেলাল

কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশমাতৃকার মুক্তি অসম্ভব।

রোকেয়া সাখাওয়াত হোসেন, বাঙালি চিন্তাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক (১৮৮০–১৯৩২)

বেশি ভাবলে যা হয়
সংগৃহীত

মানুষ যখন কথা বলে, তখন ভালোভাবে শুনুন। বেশির ভাগ মানুষ অন্যের কথা শোনে না।

আর্নেস্ট হেমিংওয়ে, মার্কিন কথাসাহিত্যিক (১৮৯৯–১৯৬১)

বেশি ভাবলে যা হয়
সংগৃহীত

ধৈর্য ধরো, সবকিছুই প্রথমে কঠিন লাগে, পরে সহজ হয়।

সাদি, ইরানি কবি (১২১০–১২৯১/১২৯২)

বেশি ভাবলে যা হয়
সংগৃহীত

কোনো বিষয় নিয়ে বেশি ভাবলে তা কখনো অর্জন করা যায় না।

ব্রুস লি, চীনা বংশোদ্ভূত মার্কিন মার্শাল আর্টিস্ট ও অভিনেতা (১৯৪০–১৯৭৩)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*