নিচতলায় পাওয়া গেছে হাইড্রোকার্বন: বিস্ফোরক পরিদর্শক

রাজধানীর মগবাজারে শরমা হাউসের নিচতলায় হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি বলেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধুমাত্র গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনাটি অস্বাভাবিক।

মগবাজারে শরমা হাউসে বিস্ফোরণস্থল পরিদর্শনের পর আবুল কালাম আজাদ এ কথা বলেন। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে।

আবুল কালাম আজাদ আরও বলেন, এখন পর্যন্ত কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি।শুধুমাত্র গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক। তদন্ত সাপেক্ষে আসল কারণ জানা যাবে। তাঁরা তথ্যউপাত্ত সংগ্রহের কাজ করছেন।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর তথ্য পেয়েছে প্রথম আলো। তবে মৃত্যুর তথ্য নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে ফায়ার সার্ভিস। মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন গতকাল রাতে তিনজন মৃত্যুর খবর জানান। আর ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সাতজনের মৃত্যুর খবর জানিয়েছেন।

রাজধানীর মগবাজারের শরমা হাউসে বিস্ফোরণের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পুলিশের পক্ষ থেকেও কমিটি গঠন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*