আল্লাহ এসব সহ্য করবে না, আমার বুড়া নানা বাসায় : পরীমনি

বাংলাদেশের চলচ্চিত্রের পরিচিত নায়িকা পরীমনি। এই নায়িকা প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে বিভিন্ন বি’ষয় তুলে ধরেন। আজ তিনি হঠাৎ করে সামজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছে বলেন তিনি বিপদে পড়েছেন। কারা’ যেন তার বাসায় এসে দরজা খুলতে বলছেন।

এই সময় তিনি অনেক ভিতীকর পরিস্থিতিতে ছিলেন। লাইভে থাকা অবস্থায় এই নায়িকা বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেন কেউ ভেতরে ঢোকার চে’ষ্টা করছে। এ জন্য কেউ কেউ দরজা ভে’ঙে ফেলার চে’ষ্টা করছে বলেন ঢাকাই সিনেমা’র এই জনপ্রিয় অ’ভিনেত্রী।

আজ বুধবার দুপুরে ফেসবুকে লাইভে এসে এ কথা জানান তিনি।

পরীমনি বলেন, ’আল্লাহ এসব সহ্য করবে না। এই মুহূর্তে কতজন যে দেখতেসেন আপনারা কিছু বলতে পারছেন না? আমা’র বুড়া নানা বাসায়। মিডিয়া যারা দেখতেসেন তারা কি আসবেন? আমি মা’’রা যাব’ো। আমি ব্রে’’ন স্ট্রো’’ক করে মা’’রা যাব’ো।’

ফেসবুক লাইভে পরীমনি বলেন, ’কতজন আসছে সাদা পোশাকে। নিজেদের পুলিশ বলছে। তারা এভাবে আসতে পারে না। তারা বাড়ির মেইন গেট ভে’’ঙে ঢুকেছে। এখন ফ্ল্যাটের মেইন গেট ভে’’ঙে ঢুকতে চে’ষ্টা করতেসে। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি ঘু’ম থেকে উঠে, নিচ থেকে কল দিলো। তাদের সাথে কথাও বলতে পারি না।’

পরীমনি বলেন, ’আমি তাদের সাথে কথা বলছি, তারা বাজে ব্যবহার করছেন। আমি মৃ’’’ত্যু’’র ভ’’য় করছি। আমাকে কেউ মে’’রে ফেলবে। এত হু’’ম’’কি-ধা’’ম’’কি এতদিন। আমি বনানী থা’নায় কল করেছি। ডিবিতে কল করেছি।’

এই জনপ্রিয় নায়িকা অ’ভিযোগ করেন আমি পুলিশকে খবর দিলেও কোনো সহায়তা পাচ্ছি না। এছাড়া তিনি ইডিয়ার লোকদের তার বাসায় ডাকেন। তবে কারো কোনো সহায়তা পাচ্ছেন না। এই নায়িকা লাইভে বলতে থাকেন আমা’র বাসায় কারা’ যেন ঢোকার চে’ষ্টা করছে। তিনি বলেন যারা ঢোকার চে’ষ্টা করছে তাদের মধ্যে কেউ কালো কাপড় পড়ে আছেন আবার কেউ রঙিন কাপড় পরে আছেন। এই ব্যক্তিরা কারা’ এমন প্রশ্ন করেন তিনি। লাইভ তিনি কোনো ভাবে কা’টবেন না বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*