পরীমনির দায়িত্ব নিয়ে দ্বীনের পথে আনতে চান এমরান হোসেন

আলোচিত নায়িকা পরীমনির দায়িত্ব নিতে চান মোহাম্মাদ পুরের “ওয়ান টাইম’ ব্যবসায়ী এমরান হোসেন। পরীমনির এই দূর দিনে পাশে দাড়ানোর এমন উদার মানুষিকতা দেখিয়ে তিনি প্রতিবাদ.কম এর।প্রতিনিধি কে বলেন ” ছোট বেলা থেকেই শিখে এসেছি পাপিকে নয় পাপ কে ঘৃণা কর, তাহলে আমি তাই মেনে চলার চেষ্টা করছি, পরীমনির পাপ কে আমিও ঘৃণা করি তবে মানুষ তো মানুষের জন্য।

পরীমনি ও এমরান হোসেন (সংগৃহীত)

তিনি আরো জানান, পরীমনিকে বিয়ে করে আমি তাকে দিনের পথে আনতে চাই, যদি পরীমনি সম্মতি দেন।

এমরান হোসেন আরো বলেন যে, তিনি তার বেপারে সব কিছু জানেন এবং জেনে শুনেই তিনি এ সিদ্ধান্ত নেন, তিনি বলেন পরীমনির আগে যে বিয়ে হয়েছিলো তাতেও আমার কোন আপত্তি নেই।

তিনি বলেন, দুনিয়াতে আপনি কাকে ভালো মনে করবেন? আজ হয়তো পরীমনির বিষয় টা সবার চোখে পড়েছে কিন্তু যাদের বিষয় চোখে পড়েনা তারা তো সমাজে ভালো রুপি হিসেবেই চিনেন, তিনি বলেন, আল্লাহ ক্ষমাশীল দের ভালোবাসেন তাই আমিও পরীমনির সকল অন্যায় কে ক্ষমার দিকে দেখে তাকে বিয়ে করতে চাই। এবং আমি তাকে সুখে রাখবো।

এমরান হোসেন আরো জানান যে, পরীমনিকে তার অনেক ভালো লাগে প্রথম থেকেই যদিও লোক লজ্জার ভয়ে প্রকাশ করেন নি তিনি এখন তিনি আর চুপ করে থাকতে পারলেন না কারন, যে কেউ তাকে প্রস্তাব দিচ্ছে,

তিনি জানান, পরীমনি যদি তার প্রস্তাব এ রাজি হয় তাহলে বিয়ের পর তিনি তাকে দ্বীনের পথে নিয়ে আসবেন, এবং আগের সকল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*