ফেসবুক পেজ (Facebook Page) থেকে টাকা আয়ের ৫টি উপায়।

Facebook Page থেকে টাকা আয়ের ৫টি উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। ফেসবুক পেজের মনিটাইজেশন করে আয়। মনিটাইজেশন ছাড়াও ফেসবুক পেজ থেকে আয়ের পদ্ধতি।

আপনি কি ঘন্টর পর ঘন্ট ফেসবুকে সময় কাটাতে ভালোবাসেন!! তাহলে আপনার জন্য একটি সুখবর আছে।
আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারেন। ফেসবুকের মনিটাইজেশন সিস্টেম আছে। ফেসবুক পেজে কন্টেন্ট দিয়ে টাকা আয় করা যায়।
আমাদের আজকের আলোচনার বিষয়:

  • কিভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়।
  • ফেসবুক পেজে ভিউ বাড়ানোর উপায়।
  • Facebook পেজ মনিটাইজেশন কিভাবে করতে হয়।

তাহলে দেরি না করে শুরু করা যাক।

Facebook Page খোলার উপায়

১. আপনার মোবাইলে ফেসবুকের এপসটি না থাকলে এপসটি ইনস্টল করে নিন।
২. উপরের ডান পাশে থাকা Three line আইকনের উপর ক্লিক করুন।

ফেসবুক পেজ তৈরি করা

৩. Pages অপশনে ক্লিক করুন।

ফেসবুক পেজ তৈরি করতে: Pages

৪. নিচের মতো একটি উইন্ডো আসবে, সেখান থেকে Create এ ক্লিক করুন।

Facebook pages এর Create অপশন

৫. Create বাটনে ক্লিক করার পর Get Started অপশনে ক্লিক করুন।

Get Started

৬. ফেসবুক পেজের নামটি দিন অর্থাৎ আপনি যে নামে ফেসবুক পেজটি খুলতে চান সেটি দিন। তারপর Next- এ ক্লিক করুন।

৭. অবশ্যই আপনার পেজের ধরণ অনুযায়ী পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনি সর্বোচ্চ দুটি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। ক্যাটাগরি সিলেক্ট শেষে Next বাটনে ক্লিক করুন।

৮. আপনার সামনে ওয়েবসাইট যোগ করার অপশন চলে আসবে। যদি আপনার ওয়েবসাইট থাকে, হলে ওয়েবসাইটের লিংক দিবেন। না থাকলে Skip বাটন চেপে দিন।

ফেসবুক পেজ তৈরি: ‍skip

৯. আপনাকে ফেসবুক পেজের প্রফাইল ফটো ও কভার ফটো যোগ করতে বলবে। যদি আপনার কাছে প্রফাইল ও কভার ফটো না থাকে তাহলে Skip করুন। পরে কভার ও প্রফাইলের ছবি দিতে পারবেন।

প্রফাইল ও কভার ফটো আপলোড অপশন

১০. নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে। আপনি শুধু Next বাটনে ক্লিক করবেন।

ফেসবুক পেজ: Next

আপনার ফেসবুক পেজটি তৈরি হয়ে গেল। আপনাকে এখন ফেসুবক পেজটাকে সুন্দর করে সাজাতে হবে। যাতে লোকেরা সহজে ফলো করে।
আপনি চাইলে ফেসবুক পেজে আপনার বনধুদের ফেসুবক পেজে ইনভাইট করতে পারেন।
Fb page থেকে টাকা ইনকাম।

ফেসুবক পেজে ভিজিটর বাড়ানোর উপায়।

Facebook পেজে ভিজিটর বাড়াতে হলে পরিশ্রমের বিকল্প নেই।
আপনি ফেসবুক পেজের মাধ্যমে কি করতে চান সেটি ঠিক করুন। ফেসবুক পেজে যা করতে চান সে অনুযায়ী কন্টেন্ট প্লান করুন।
আমি ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে টাকা আয় করতে চাই? তাই আমাকে ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে।
কেউ বই বেচতে চাই, সে বই নিয়ে লেখালিখি করবে।
অর্থাৎ আপনার লক্ষ অনুযায়ী প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করুন। কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করার চেষ্ট করুন। নিয়মিত ১-২ টা করে কন্টেন্ট পাবলিশ করতে হবে।
ফেসবুক পেজকে এসইও করতে হবে।
নিয়মিত ফেসবুক পেজের কমেন্টে বা ম্যাসেজে আসা প্রশ্নের উত্তর দিতে হবে। এককথায় মানুষকে সবসময় সাহায্য রকতে হবে।
বন্ধদের ইনভাইট করতে পারেন। আপনার বাজেট থাকলে ফেসবুকে পেইড প্রমোশন করেত পারেন।
আসলে এগুলো করেই আপনার পেজের অর্গানিক ট্রাফিক বাড়াতে হবে। আপনাকে ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে।

টিপস: ফেসবুক পেজের সাথে সাথে ফেসবুক গ্রুপও খুলুন। এত কমিউনিটি তৈরি হবে ও আপনার পেজের রিচ বাড়বে।

Make money on facebook page | Facebook page thaka taka income korar upay

ফেসবুক পেজ থেকে টাকা আয় করার উপায়?

ফেসবুক পেজ থেকে বিভিন্ন উপয়ে টাকা আয় করতে পারেন। তার ভিতর অফিসিয়াল আয় হলে ফেসবুক পেজের মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যেমে আয়।

কিভাবে ফেসবুক পেজকে মনিটাইজেশন করব।

  • ফেসবুক পেজ মনিটািইজেশন পাওয়ার জন্য ফেসবুক পেজে ২ মাসের মধ্যে ১০,০০০ ফলোয়ার থকেতে হবে। তথ্যসূত্র: https://www.facebook.com/business/learn/lessons/understand-monetization-eligibility-status
  • ২ মাসের ভিতর ৬০০,০০০ মিনিটের ওয়াচটাইম।
  • ভিডিওগুলো ৩ মিনিটের উপরে হতে হবে, কারণ ৩ মিনিটের নিচের ভিডিওতে এড রান করানো যায় না।

উপরের এগুলো মানলেই আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন পাওয়া সম্ভব। কিন্তু একটা সমস্যা আছে। আপনাকে এগুলো মানার পাশাপাশি আরো কিছু বিষয় মানতে হবে।

  • ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় টাইটেলগুলো সঠিকভাবে দেয়া। টাইটেল বা ডেসক্রিপশনে কোনো রকম প্রমেশনার লিংক না দেয়া।
  • কারোর ভিডিও সরাসরি কপি করে ফেসবুক পেজে আপলোড না করা। একটা ভিডিও এমন করলে পুরা পরিশ্রম পন্ড।
  • কাউকে ছোট করে বা অনুভূতিতে আঘাত করে এমন ভিডিও দিবেন না। গুজব ছড়াবেন না।
  • সেক্সুয়াল কন্টেন্ট পাবলিশ করা নিষেধ।

উপরে আলোচনা করা পয়েন্টগুলো মানলেই ফেসবুক পেজ মনিটাইজেশন থেকে টাকা আয় করতে পারবেন।
একটি পরামর্শ: আপনি ফেসবুক পেজ থেকে ইউটিউবের উপর বেশি ভরসা করতে পারেন। আমার কাছে মনে হয়েছে, ফেসবুক পেজের মনিটাইজেশন রুল অনেক জটিল। যেকোনো সময় তারা আপনার আয় বন্ধ করে দিবে।
ফেসবুক পেজ মনিটাইজেশন ছাড়াও ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়। সেগুলো নিচে আলোচনা করলোম।
Make money on facebook page | Facebook page thaka taka income korar upay

ফেসবুক পেজের মনিটাইজেশন ছাড়া টাকা ইনকাম করার উপায়

  • ওয়েবসাইটের মাধ্যমে: ফেসবুক পেজের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়াতে পারেন। ওয়েবসাইটের এডসেন্স বা এফিলিয়েট প্রগ্রাম থেকে কেশি টাকা আয় করেতে পারেন।
  • অ্যাফিলিয়েট মার্কেটিং: আপনার যদি ওয়েবসাইট নাও থাকে তবুও শুধুমাত্র ফেসবুকের পেজ ব্যবহার করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
  • শপ সেটআপ: আপনি ফেসবুক পেজ ব্যবহার করে অনলাইনে দোকান দিতে পারেন। যেখানে ম্যাসেজের মাধ্যমে ওর্ডার নিবেন ও প্রডাক্ট ডেলিভারি দিবেন। তাছাড়া আপনি ডিজিটাল কন্টেন্ট বিক্রি করতে পারেন।
  • রিভিউ : আপনার নিশ রিলেটেড কোনো কিছুর রিভিউ করে; প্রডাক্টের মালিকের কাছ থেকে টাকা আয় করতে পারেন। বর্তমানে ফেসবুকে অনেক ফুড রিলেটেড পেজ আছে, যারা রেস্টুরেন্টগুলোর রিভিউ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*