kali linux দিয়ে কিভাবে Tor Browser ডাউনলোড করবেন দেখে আসুন ।

[ad_1]

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে kali linux দিয়ে tor browser download করবেন ।

আমরা সবাই windows দিয়ে tor browser ব্যবহার করে থাকি । কিন্ত আজ কালি দিয়ে ব্যবহার করবো ।

তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য টর নেটওয়ার্ক ব্যবহার হয়ে থাকে ।

Tor browers সবিধা কি ?

টর নেটওয়ার্ক ব্যবহারের নানাবিধ সুবিধা বিদ্যমান রয়েছে। ইতিমধ্যেই আমরা জেনেছি, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য টর নেটওয়ার্ক ব্যবহার হয়ে থাকে। এক নজরে টর নেটওয়ার্ক ব্যবহারের সুবিধাগুলো জেনে নিন

১. টর নেটওয়ার্ক আপনি বিনামূল্যেই উপভোগ করতে পারবেন।

২. ডার্ক ওয়েব সাইটগুলোতে সহজেই ও নিরাপদে প্রবেশ করতে পারবেন।

৩. ভৌগোলিকভাবে ব্লক করা ওয়েব সাইটগুলোতে সহজেই প্রবেশাধিকারের সুযোগ পাবেন।

৪. হ্যাকিংয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

৫. নিরাপদে তথ্য আদান প্রদান করতে সক্ষম হবেন।

টর নেটওয়ার্ক ব্যবহারের অসুবিধা

টর নেটওয়ার্ক ব্যবহারের নানাবিধ সুবিধা থাকলেও এটি ব্যবহারের কিছু অসুবিধাও বিদ্যমান আছে। যেমন:

১. এই নেটওয়ার্ক খুব ধীর গতিসম্পন্ন। আপনি কোনো সাইটে ঢুকতে চাইলে দ্রুত সময়ের মধ্যে ঢুকতে পারবেন না, বরং আপনার অতিরিক্ত সময় অপচয় হবে।

২. এক্সিট নোডে বা রিলেতে ডাটা এনক্রিপ্টেড হয় না। ফলে এই স্তরে গিয়ে অনেক সময়ই তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না; এতে হ্যাকিংয়ের শিকার হতে পারেন।

৩. টর নেটওয়ার্ক যেহেতু বিনামূল্যে ব্যবহার উপযোগী এবং এটি স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত হয়। ফলে এটির মধ্যে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ঘাটতি এবং ঝুঁকি পরিলক্ষিত হয়।

৪. অনেক সময়ই ডার্ক ওয়েবগুলোতে প্রবেশ করে সমস্যার সম্মুখীন হতে পারেন।

৫. যেহেতু টর ব্রাউজার ডাউনলোড করতে হয় ফলে ডাউনলোড করার সময়ই আপনার আইপি এড্রেস পাচার হতে পারে।

৬.  টর নেটওয়ার্ক মূলত তারাই ব্যবহার করে যারা অত্যন্ত সংবেদনশীল তথ্য আদান-প্রদান করে থাকে। ফলে আপনি যদি টর নেটওয়ার্ক ব্যবহার করেন তবে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে চিহ্নিত হতে পারেন।

তো চলুন শুরু করা যাক ।

প্রথমে আমরা কালি কে আপডেট করে নিবো ।

 sudo apt update

এখন আমরা টর কে launcher করার জন্য এই কমান্ডটি রান করবো ।

sudo apt-get install tor torbrowser-launcher

এখন আমরা টর ডাউনলোড করবো ।

 sudo torbrowser-launcher

দেখতেই পাচ্ছেন আমার টর ডাউনলোড শুরু হয়ে গেছে ।দেখতে পাচ্ছেন আমার টর ওপেন হয়ে গেছে । 
তো আজ এই প্রযন্তই ভালো থাকবেন ।[ad_2]

Source link

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap